B A B
Updates:Performance Highlights::2019-2020View Details
02222263478, 02222298885

অদ্য ২০ শে জুন ২০১৮ তারিখে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর এক জরুরী সভা সকাল ১১.৩০ ঘটিাকায় বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় । বিএবি’র সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে উক্ত সভায় বিএবি’র সদস্য ব্যাংকসমূহের নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে দেশের উন্নয়নের ধারাকে আরো বেগবান করার লক্ষ্যে ব্যাংকের বিনিয়োগের মুনাফা / ঋনের সুদ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ব্যাপারে ব্যাপক আলোচনা হয় ।

দীর্ঘ আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দ্দেশনার আলোকে দেশের অর্থনীতিতে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরী, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানী – রফতানী কর্যক্রমকে গতিশীল রাখার স্বর্থে বিনিয়োগের মুনাফা / ঋনের সুদের হার ১ জুলাই ২০১৮ থেকে সিঙ্গেল ডিজিটে নামেয়ে আনার এবং তিনমাস মেয়াদি আমানতের মুনাফার / সুদের হার ৬% নির্ধারন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

উক্ত সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকান্ডে বেসরকারী খাতের ব্যাংকসমূহ সহযোগী হিসেবে বিশেষ ভুমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

( মোঃ আব্দুর রহমান সরকার )

সেক্রেটারী জেনারেল